বাজেটে বীমাখাতের অন্যতম দাবি বাস্তবায়নে বিআইএ'র অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেটকে অভিনন্দন জানিয়েছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিআইএ'র পক্ষ থেকে সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন প্রাণঢালা অভিনন্দন জানান।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার একটি বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেটে বীমা প্রতিনিধি কমিশনের ওপর ১৫% মূল্য সংযোজন কর  তুলে নেয়া হয় এবং ব্যাংকের পাশাপাশি বীমা ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের করপোরেট ট্যাক্স ২.৫% কমানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অর্থমন্ত্রীর এ ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসাসিয়েশনের দীর্ঘ দিনের অন্যতম দাবি বাস্তবায়িত হলো। মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর এ বলিষ্ঠ সিদ্ধান্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে উজ্জীবিত করেছে এ বিষয়ে কোন সন্দেহ নেই।

আশা করা যায় বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।