গার্ডিয়ান ফুটবল ম্যানিয়া: জবাব দিলেই পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর নক-আউট পর্বের উন্মাদনা আরো একটু বাড়িয়ে দিতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স আয়োজন করেছে “গার্ডিয়ান ফুটবল ম্যানিয়া”। অনুমান নির্ভর খুব সহজ প্রশ্নের উত্তর দিয়ে মিলিয়ে ফেলতে পারলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার। যেকোন ফেসবুক ব্যবহারকারী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন বেসরকারি এ বীমা কোম্পানি কর্তৃপক্ষ।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী সম্পর্কে বীমা কোম্পানিটি জানিয়েছে, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ফেসবুক পেইজে লাইক দিয়ে প্রশ্নের উত্তরটি কমেন্ট অথবা পেইজের মেসেজ অপশনে গিয়ে উত্তর লিখে সেন্ড করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচন করা হবে বিজয়ীর নাম। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। উত্তরদাতার পরিচয় যাচাইয়ের জন্য প্রমাণ চাওয়া হতে পারে। ফেইক আইডি থেকে উত্তর দিলে তা গ্রহণযোগ্য হবে না।

উত্তর প্রদানের শেষ সময় উল্লেখিত ম্যাচ শুরুর আগ পর্যন্ত। প্রতিযোগিতার এ পর্যায়ে পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় ঘড়ি, ছাতা ও মগ এবং প্রত্যেক রাউন্ডেই থাকছে ১০টি করে ফ্লাক্স। এ ছাড়াও সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকছে ডিনার সেট ও আকর্ষণীয় মোবাইল ফোন। কোন কারণ দর্শানো ছাড়াই প্রতিযোগিতাটি স্থগিত অথবা এর পরিবর্তন এবং পরিমার্জন করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এ বিষয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম বলেন, কোম্পানির পরিচিতি বাড়ানো এবং বীমা গ্রাহকদের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া বাড়ানোর জন্য আমরা এ আয়োজন করেছি। তাছাড়া তরুণ প্রজন্মকে গঠনমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত করাও আমাদের এ আয়োজনের উদ্দেশ্য, যুক্ত করেন মনিরুল আলম।