আইডিআরএ'র গণ শুনানি

বীমা গ্রাহকদের ফ্রি আইনি পরামর্শ দেবে ইন্স্যুরেন্সকনসালটেন্টবিডি

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত গণ শুনানিতে বীমা গ্রাহকদের ফ্রি আইনি পরামর্শ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের লাইফ ও নন-লাইফ বীমাখাতে পরামর্শদাতা প্রতিষ্ঠান ইন্স্যুরেন্সকনসালটেন্টবিডি। কর্তৃপক্ষে অভিযোগ দাখিল ও শুনানিতে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেবে এ প্রতিষ্ঠান।

দেশের লাইফ ও নন-লাইফ বীমা দাবি নিষ্পত্তি করতে গণ শুনানি আয়োজন করেছে আইডিআরএ। যেকোন বীমা দাবি আদায়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ কর্তৃপক্ষে অভিযোগ দাখিল করতে পারবেন বীমা গ্রাহকরা।

ইন্স্যুরেন্সকনসালটেন্টবিডি'র পরিচালক এ কে এম এহসানুল হক, এফসিআইআই বলেন- দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বীমা সম্বন্ধে স্বল্প জ্ঞান ও ধারণার কারণে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ দায়ের ব্যাপারে সহায়তা দিতে আমরা এ উদ্যোগ নিয়েছি।

ইন্স্যুরেন্সকনসালটেন্টবিডি'র সঙ্গে যোগাযোগের ঠিকানা- ৫৩ মডার্ন ম্যানসন, মতিঝিল সি/এ, লেভেল # ১১, স্যুট # ৬, ঢাকা-১০০০।  মোবাইল: +৮৮০ ১৭২৪ ১১৭৬০৫। ই-মেইল: [email protected] অথবা [email protected]অবেদনপত্রের নমুনা পেতে এখানে ক্লিক করুন।

উল্লেখ্য, ইন্স্যুরেন্সকনসালটেন্টবিডি সাধারণ বীমা ও জীবন বীমা খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কনসালটেন্সি প্রতিষ্ঠান। এ খাতের নানামূখী সমস্যা সমাধান করতে ইতোমধ্যে দক্ষতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

নির্ভুল বীমা পলিসি করা ও দাবি আদায়ের ক্ষেত্রে আইনগত সহায়তা দিতে এ প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বীমা গ্রাহক ও বীমা কোম্পানি উভয়ের স্বার্থ সুরক্ষা এবং বীমা শিল্পের সার্বিক উন্নয়ন ইন্স্যুরেন্সকনসালটেন্টবিডি'র প্রধান লক্ষ্য।