নন-লাইফ বীমায় প্রথম প্রান্তিকে প্রিমিয়াম সংগ্রহ ৯২৮ কোটি টাকা

আবদুর রহমান আবির: দেশের নন-লাইফ বীমাখাতে ২০১৮ সালের প্রথম প্রান্তিকে সর্বমোট ৯২৭.৫২ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ হয়েছে। এরমধ্যে পরিশোধকৃত পুনর্বীমা প্রিমিয়ামের পরিমাণ ৪১৬.০১ কোটি টাকা। অর্থাৎ প্রথম প্রান্তিকে নিট প্রিমিয়াম সংগ্রহ ৫১১.৫ কোটি টাকা, যা গ্রস প্রিমিয়ামের ৫৫.১৫ শতাংশ।

এরআগে ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নন-লাইফ বীমা কোম্পানিগুলো সর্বমোট ২ হাজার ৯৩৪ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করে। সে হিসাবে ২০১৮ সালের প্রথম প্রান্তিকে সংগৃহীত প্রিমিয়ামের পরিমাণ ২০১৭ সালে সংগৃহীত গ্রস প্রিমিয়ামে ৩২ শতাংশ ।

২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবসার দক্ষতার মূল্যয়ন শীর্ষক এক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরেছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে দেশের নন-লাইফ বীমাখাতে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়ায় ৯২৭.৫০ কোটি টাকা। এরমধ্যে অগ্নি বীমায় সংগৃহীত প্রিমিয়াম ৪২৬.৫৮ কোটি টাকা, যা গ্রস প্রিমিয়ামের ৪৫.৯৯ শতাংশ। নৌ বীমাখাতে সংগৃহীত প্রিমিয়াম ২৯৮.১৬ কোটি টাকা, যা গ্রস প্রিমিয়ামের ৩২.১৫ শতাংশ।

এ ছাড়াও মোটর বীমাখাতে কোম্পানিগুলোর সংগৃহীত প্রিমিয়ামের পরিমাণ ৯৯.০৬ কোটি টাকা। যা প্রথম প্রান্তিকে সংগৃহীত গ্রস প্রিমিয়ামের ১০.৬৮ শতাংশ। আর বিবিধ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ১০৩.৭২ কোটি টাকা, যা গ্রস প্রিমিয়ামের ১১.১৮ শতাংশ।

২০১৮ সালের প্রথম প্রান্তিকে নন-লাইফ বীমা কোম্পানিগুলো পুনর্বীমা বাবদ অগ্নি বীমায় ২৪০.৮২ কোটি টাকা, নৌ বীমায় ৭২.৭৬ কোটি টাকা, মোটর বীমায় ৫.৩১ কোটি টাকা এবং বিবিধ বীমায় ৯৭.১২ কোটি টাকা প্রিমিয়াম পরিশোধ করে। অর্থাৎ ৯২৭.৫২ কোটি টাকা গ্রস প্রিমিয়ামের মধ্যে ৪১৬.০১ কোটি টাকা ব্যয় হয় পুনর্বীমায়।

নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয়ের এসব তথ্য বিশ্লেষণ করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ বলছে, ২০১৭ সালের তুলনায় প্রিমিয়াম অধিক হারে আহরণ করতে হলে নন-লাইফ বীমা প্রতিষ্ঠানকে আরও পলিসি সংগ্রহ করতে হবে।