৭ দিনের মধ্যে বিধি মোতাবেক পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: নিয়ম অনুযায়ী পরিচালনা পর্ষদ গঠন করেনি অধিকাংশ নন-লাইফ বীমা কোম্পানি। যা বীমা আইন ২০১০ এর ৭৬ ধারার লংঘন। এ অবস্থায় আগামী ৭ দিনের মধ্যে আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ গঠন করে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর জানানোর নির্দেশ দেয়া হয়েছে এসব বীমা কোম্পানিকে।
বীমাকারী কর্তৃক প্রদত্ত ২০১৮ সালের প্রথম প্রান্তিকের পরিসংখ্যানের বরাত দিয়ে গত ২ আগস্ট সকল নন-লাইফ বীমা কোম্পানিকে এ নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বীমা কোম্পনিগুলোতে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন আইডিআরএ'র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ।
চিঠিতে বলা হয়েছে, বীমা আইন ২০১০ এর ৭৬ ধারা অনুযায়ী পরিচালকের সংখ্যা হতে হবে সর্বোচ্চ ২০ জন। এর মধ্যে ১২ জন উদ্যোক্তা পরিচালক, ৬ জন জনগণের অংশের শেয়ার গ্রহীতা পরিচালক এবং ২ জন নিরপেক্ষ পরিচালক নিয়ে বীমা কোম্পানির পরিচালনা পর্ষদ গঠন করার বাধ্যবাধকতা রয়েছে।