বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কাল আইডিআরএ'র আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করেছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামীকাল বৃহস্পতিবার কর্তৃপক্ষের সভাকক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় সকল লাইফ ও নন-লাইফ বীমা করপোরেশন/ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/ মূখ্য নির্বাহী কর্মকর্তাদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বীমা কোম্পানিগুলোতে গত ৮ আগস্ট পাঠানো আইডিআরএ'র চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে গত ১০ আগস্ট একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম'র নেতৃবৃন্দসহ আইডিআরএ'র কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।