বেতন কাঠামো নির্ধারণে কোম্পানিগুলোর সার্ভিস রুলস চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল লাইফ বীমা কোম্পানির সার্ভিস রুলস এবং অর্গানোগ্রাম পাঠানোর নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । সকল বীমা কোম্পানির জন্য একইরুপ সাংগঠনিক কাঠামো, বেতন স্কেল এবং অভিন্ন সার্ভিস রুল বাস্তবায়নে গতকাল বুধবার এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

নিয়ন্ত্রক সংস্থার ওই চিঠিতে বলা হয়, জাতীয় বীমা নীতি ২০১৪ এর ১৩ নং কর্মপরিকল্পনা "সকল বীমাকারীর জন্য একইরুপ সাংগঠনিক কাঠামো, বেতন স্কেল এবং অভিন্ন সার্ভিস রুল" বাস্তবায়নে আইডিআরএ কর্তৃক লাইফ ও নন-লাইফ বিষয়ে দু'টি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে গঠিত লাইফ কমিটির সভা গত ১১ জুন অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্ব স্ব বীমা কোম্পানির বর্তমান সার্ভিস রুলস, অর্গানোগ্রাম এবং এ বিষয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের কোন মতামত বা প্রস্তাবনা থাকলে আগামী ৭ কার্য দিবসের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। চিঠিতে স্বাক্ষর করেন আইডিআরএ'র পরিচালক (উপসচিব) ও লাইফ কমিটির সদস্য সচিব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

আইডিআরএ সূত্রে জানা যায়, গত ১১ জুন অনুষ্ঠিত লাইফ কমিটির সভায় বীমা কোম্পানিগুলোর বর্তমান সার্ভিস রুলস, অর্গানোগ্রাম কর্তৃপক্ষে দাখিল এবং অভিন্ন ও সুষম সার্ভিস রুল এবং সাংগঠনিক কাঠামোর বিষয়ে তাদের কোন মতামত বা প্রস্তাবনা পাঠানোর নির্দেশ ছাড়াও আরো ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- এই কমিটি দেশের প্রচলিত সার্ভিস রুলস ও অর্গানোগ্রামের সাথে পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশের সার্ভিস রুলস ও অর্গানোগ্রাম পর্যালোচনা করবে। একটি খসড়া সার্ভিস রুলস ও অর্গানোগ্রাম প্রস্তুত করে এ বিষয়ে বিশেষজ্ঞদের এবং বীমা কোম্পানির মতামত সংগ্রহ করা হবে।

এরপর জাতীয় বীমা নীতি অনুসারে সকল বীমা কোম্পানিকে এটি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষ থেকে একটি গাইডলাইন জারি করা হবে। অভিন্ন ও সুষম সার্ভিস রুল এবং সাংগঠনিক কাঠামোর বিষয়ে কর্তৃপক্ষ থেকে জারিকৃত গাইডলাইন অনুযায়ী সকল বীমা প্রতিষ্ঠান পরিপালনে বাধ্য থাকবে।

পরবর্তীতে অভিন্ন সার্ভিস রুলস এবং অর্গানোগ্রাম অনুযায়ী বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে কিনা তা কর্তৃপক্ষের পরিদর্শন দল বা বিশেষ নিরীক্ষক কর্তৃক পরিবীক্ষণ করে যদি পরিচালনা না করার প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে বীমা আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।