২ বইয়ের মোড়ক উন্মোচন

বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ে আইডিআরএ’র সেমিনার

ডেস্ক রিপোর্ট: লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিসমূহের বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । একইসঙ্গে বীমা এজেন্টদের প্রশিক্ষণে সহায়ক ‘জীবন বীমা’ এবং ‘সাধারণ বীমা’ নামক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইআরডিএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। সেমিনারে প্রধান আলোচক ছিলেন আইডিআরএ’র একচ্যুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। বই দু'টির মোড়ক উন্মোচন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান

অনুষ্ঠানে এক্সপার্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাসান রহমান, এক্সপার্ট একাডেমির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এবং ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও সেমিনার এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইডিআরএ’র সদস্যবৃন্দ, দেশের সকল জীবন বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। করপোরেট ট্রেনিং ইনিস্টিটিউট এক্সপার্ট একাডেমি লিমিটেড বই দু’টি প্রকাশ করেছে। (সংবাদ বিজ্ঞপ্তি)