অতিরিক্ত সচিব হলেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্বাহী পরিচালক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম। গত ২৯ আগস্ট তাকে যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনপ্রশাসনের ১৫৪ জন যুগ্ম-সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করা হয়েছে। এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী ওএসডি করে গত ২৯ আগস্ট আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।