ভূয়া ব্যবসা না করার প্রত্যয় হোমল্যান্ড লাইফের বার্ষিক সম্মেলনে
নিজস্ব প্রতিবেদক: ভূয়া ব্যবসা না করার প্রত্যয় ব্যক্ত করে শেষ হলো বেসরকারি বীমা কোম্পানি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সর বার্ষিক সম্মেলন। আজ শনিবার কক্সবাজারের একটি হোটেলে ২০১৭ সালের সম্মেলন অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুর রব। সভাপতিত্ব করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদার।
কোম্পানির চেয়ারম্যান আবদুর রব বলেন, আমরা প্রায় দু’দশক আগে মানবতার সেবায় এই কোম্পানি গঠন করেছি। বিভিন্ন ঘাত প্রতিঘাতে কখনো এগিয়েছি, কখনো পিছিয়েছি। যারা দীর্ঘ দিন আমাদের সাথে ছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে এই ইন্ডাস্ট্রিতে একটা ব্যাড প্র্যাকটিস আছে। আর তা হচ্ছে ভূয়া ব্যবসা। কোম্পানিতে যারা কাজ করেন তাদেরকে তিনি ভূয়া ব্যবসা না করার অনুরোধ জানান।
কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে আবদুর রব বলেন, আপনারা কাজ করেন ইনশাআল্লাহ হোমল্যান্ড লাইফ আপনাদের যুক্তিসঙ্গত ও আইনসম্মত সকল দাবি-দাওয়া মেনে নেবে।
সিইও’র বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে কোম্পানির চেয়ারম্যান বলেন, আপনারা এমন একটা কোম্পানিতে কাজ করেন, এমন একজন নেতার সাথে কাজ করেন যার কাছে আপনারা নিরাপদ।
কোম্পানির সিইও আজিজুল ইসলাম তালুকদার বলেন, আমরা ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত গ্রাহকদের কোন বোনাস দিতে পারিনি। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
তিনি কর্মী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ দিন পর হলেও আমরা একটি সন্তোষজনক বোনাস ঘোষণা করতে পারলাম। এ জন্য আমরা আনন্দিত।
নবায়ন প্রিমিয়াম সংগ্রহের জন্য তাগাদা দিয়ে কোম্পানির সিইও বলেন, নবায়ন প্রিমিয়াম কোম্পানির মেরুদণ্ড। নবায়ন প্রিমিয়াম ছাড়া কোম্পানি চলতে পারে না।
কোম্পানির কিছু অসৎ লোকের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের কারণে বিগত ২০০৯ সালে কোম্পানি ১০ কোটি টাকা লসে ছিল।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বীমা গ্রাহকদের বোনাস দিয়ে আসছে হোমল্যান্ড লাইফ। এ বছর সকল মেয়াদী বীমায় হাজার প্রতি ২৫ থেকে ২৮ টাকা এবং সকল প্রত্যাশিত মেয়াদী বীমার ক্ষেত্রে ১৭ থেকে ২৮ টাকা বোনাস ঘোষণা করা হয়েছে।