বীমায় ফাঁকিবাজির সুযোগ থাকবে না: ইজিলাইফ’র উদ্বোধনে অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আগামী দু’তিন বছরের মধ্যে বীমায় ফাঁকিবাজির সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আমরা চেষ্টা করছি। তবে আমি বলব না আমরা শতভাগ সফল। কিন্তু শতভাগ সফল হওয়ার লক্ষ্যমাত্রা আমাদের রয়েছে। সেখানে পৌঁছাতে বেশি দিন সময় লাগবে না।

সোমবার ঢাকা ক্লাবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের অনলাইন সেবা ‘ইজিলাইফ’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইডিআরএ’র চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, বীমা খুব একটা আকর্ষণীয় ব্যবসা ছিল না এবং মোটামুটিভাবে সবাই বিশ্বাস করতো বীমা ফাঁকিবাজি। বীমা কোম্পানির বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ ছিল তারা দাবির টাকা দেয় না। তিনি বলেন, এখানে আইডিআরএর চেয়ারম্যান আছেন। তিনি আপনাদের নিশ্চিত করতে পারেন, এমনটা হবে না।

গার্ডিয়ান লাইফ কর্তৃপক্ষের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, ইজিলাইফ নতুন পণ্য, সেবার মাধ্যমে এর প্রতি অস্থা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, এ খাতের উন্নয়নে বীমা কোম্পানিগুলো পরিশ্রম করে যাচ্ছে। গার্ডিয়ান লাইফের মতো কিছু প্রগতিশীল কোম্পানির উদ্ভাবনী ধারাবাহিকতা আমাদের আশা জাগায়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ইজিলাইফ দেখলাম খুবই ইজি, ফোনে খুব সহজেই অ্যাপ ডাউনলোড হয়ে যায়। প্রযুক্তি আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে। একটি ছোট অ্যাপ আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে তা অনুধাবন করতে হবে, কারণ প্রযুক্তি একটি বড় হাতিয়ার।

ইজিলাইফ উদ্বোধনের দিনটিকে একটি গৌরবোজ্জ্বল দিন উল্লেখ করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারি বলেন, আমরা প্রমাণ করতে চাই বীমা করলে বীমার টাকা পাওয়া যায়। বীমাকে আমাদের এগিয়ে নিতে হবে, বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পের মাধ্যমে এ খাতকে অনলাইনে নিয়ে আসা হবে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে চান বলে উল্লেখ করেন অনুষ্ঠানের সভাপতি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচারক তপন চৌধুরী। তিনি বলেন, আইডিআরএ যেভাবে কাজ করছে তা প্রশংসা কুড়াচ্ছে। সেবা কিভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, এ চেষ্টাই আমরা করছি।

গার্ডিয়ান লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলম জানান, মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে মাত্র ১৫ মিনিটে কোন রকম মেডিকেল টেস্ট ছাড়াই একজন গ্রাহক হতে পারেন ইজিলাইফ পলিসিহোল্ডার। এর মাধ্যমে বার্ষিক সর্বনিম্ন এক হাজার ৮৩৪ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকার কাভারেজ পাওয়া যাবে।