বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি কমিয়ে গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি কমিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। গত ১১ জুন সোমবার এই গেজেট প্রকাশ করা হয়।
আজ মঙ্গলবার বীমা প্রতিষ্ঠানগুলোকে গেজেটের কপি পাঠিয়েছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
গেজেটে বলা হয়েছে, বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা- ২০১২ এর বিধি ৩ এর উপ-বিধি (২) এ উল্লিখিত “তিন দশমিক পাঁচ শূন্য” শব্দগুলির পরিবর্তে “এক দশমিক শূন্য” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
এই গেজেটের ফলে বীমা কোম্পানিগুলোকে এখন থেকে নিবন্ধন নবায়ন ফি দিতে হবে হাজারে এক টাকা। এর আগে কোম্পানিগুলোকে প্রিমিয়াম আয়ের ওপর প্রতি হাজারে সাড়ে তিন টাকা নিবন্ধন নবায়ন ফি দিতে হতো।