আইডিএবি’র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: বীমা কর্মীদের নবগঠিত সংগঠন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি)’র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ অভিযোগ করেছেন এক বীমা কর্মী।

অভিযোগকারীর সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযাগকারী মো. আশরাফুল ইসলাম বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একজন কর্মকর্তা।

অভিযোগে বলা হয়, জিএম সজলের নেতৃত্বে আইডিএবি’র নামে নীরব চাঁদাবাজি করছেন কতিপয় কর্মকর্তা। বিভিন্ন বীমা কোম্পানির সহজ সরল কর্মকর্তা-কর্মচারিকে সদস্য করার নামে ভর্তি ফরম বাবদ ৩শ’ ৫০ টাকা এবং আজীবন সদস্য করার নামে ৩ হাজার টাকা করে জমা নেয়া হচ্ছে।

এছাড়াও বিভিন্ন অজুহাতে নীরব চাঁদাবাজি করছে সংশ্লিষ্টরা। তথাকথিত চেয়ারম্যান’র মোবাইল নম্বরের মাধ্যমে বিকাশে এবং ক্যাশে টাকা জমা করা হচ্ছে।

অভিযোগে আরো বলা হয়, সরকারের কোন সংস্থা হতে সংগঠনটির কোন রেজিষ্ট্রেশন নেয়া হয়নি।

সংগঠনটির ফেসবুক ভিডিও মাধ্যমে চেয়ারম্যান জিএম সজল ১০০ কোটি টাকার তহবিল সংগ্রহ এবং ঢাকা শহরে টাওয়ার করবেন এমন কথা বলে বীমা কর্মীদের আকৃষ্ট করে চাঁদাবাজি করছেন- এমন অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে।

এ বিষয়ে কথা বলতে সংগঠনটির চেয়ারম্যান জি এম সজলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।