প্রো-অ্যাকটিভ মনিটরিং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা আইডিআরএ’র

নিজস্ব প্রতিবেদক: বীমাখাতে দুর্নীতি প্রতিরোধে কোম্পানিগুলোকে প্রো-অ্যাকটিভ মনিটরিং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ২১ মার্চ এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়েছে। আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস এ চিঠি স্বাক্ষর করেন।

অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বীমাখাতে দুর্নীতি প্রতিরোধে সম্ভাব্য এলাকা চিহ্নিত করে প্রো-অ্যাকটিভ মনিটরিং ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিলে এ নির্দেশনা দেয় আইডিআরএ।

আইডিআরএ’র পাঠানো চিঠিতে ১০টি বিষয় নির্ধারণ করে তা পরিপালনের নির্দেশনা দেয়া হয়েছে। ৫ হাজার বা তার বেশি টাকা ক্রসড চেকের মাধ্যমে পরিশোধ, স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে জরীপকারীর মাধ্যমে বাজার মূল্য যাচাই করে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ, পলিসির মেয়াদ পূর্ণ হলে পলিসির টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে গ্রাহককে দেয়া, বাকী ব্যবসা বন্ধ করা, লাইফ বীমায় নির্ধারিত কমিশন হার অনুসরণ করা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক সমন্বিতভাবে বীমা কোম্পানিসমূহের গ্রাহক পরিচিত ও অন্যান্য তথ্য সম্বলিত কেওয়াইসি (নো ইওর কাস্টমার) ফরম অনুসরণ করে পলিসি খোলা এবং যাবতীয় কার্যক্রম অটোমেটেড করার নির্দেশনা দেয়া হয়েছে কোম্পানিগুলোকে। এছাড়া অন্যান্য সকল কার্যক্রমে দুর্নীতি প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে দুর্নীতি প্রতিরোধে প্রো-অ্যাকটিভ মনিটরিংয়ের গুরুত্ব তুলে ধরে সব মন্ত্রণালয়ে দুর্নীতির ধূসর এলাকা বিষয়ে ব্যবস্থা গ্রহণে ভুমিকা নিতে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে চিঠি লেখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এরপর এ বিষয়ে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠান মন্ত্রীপরিষদ সচিব।

মূলত দুদক চেয়ারম্যানের এ উদ্যোগের ফলেই বীমাখাতে দুর্নীতি প্রতিরোধে প্রো-অ্যাকটিভ মনিটরিং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা এসেছে।