বালিয়াকান্দির বীমা কর্মীদের সাথে আইডিআরএ’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় কর্মরত বীমা কোম্পানিগুলোর কর্মকর্তা ও কর্মীদের সাথে মতবিনিময় করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বৃহস্পতিবার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বীমাখাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বীমা প্রতিনিধিরা। চাকরির নিশ্চয়তা, বেতন কাঠামো ঘোষণা, সময়মতো বীমা গ্রাহকের দাবি পরিশোধ ও সময়োপযোগী বীমা পলিসি চালুসহ বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া উঠে আসে মতবিনিময় সভায়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র পক্ষ থেকে বীমা কর্মীদের সমস্যার সমাধান ও দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়। একই সঙ্গে বীমাখাতের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ আইডিআরএ’র কার্যক্রম আরো গ্রাহকবান্ধব করার কথাও জানান কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মো. রেজাউল ইসলাম, পরিচালক (উপ-সচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ প্রমুখ।