বিচার করতে হবে রুল অফ জাস্টিজ দিয়ে: বোরহান উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য বোরহান উদ্দিন আহমেদ বলেছেন, পারিপার্শিকতা যাচাই করেই বিচার করতে হয়। তাই রুল অফ ল’ নয়, বিচার করতে হবে রুল অফ জাস্টিজ দিয়ে। তাহলেই সঠিক বিচার হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়র্স এসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সার্ভেয়রদের উদ্দেশ্যে বোরহান উদ্দিন আহমেদ বলেন, আপানারা সাধারণ সার্ভে সমাধান করতে পারবেন না এটা ঠিক নয়। আপনাদের সে যোগ্যতা নাই সেটাও আমি মনে করি না। আপনাদের সে যোগ্যতা আছে। সমস্য হলো পারিপার্শিকতা।

তিনি বলেন, সবাই সততাকে খোঁজে। আপনারা সৎ হলে সবাই আপনাদের খুঁজবে।

বোরহান উদ্দিন বলেন, আমি মনে করি একটি সার্ভে দিয়ে সঠিক সমাধান করা কঠিন। এক্ষেত্রে জয়েন্ট সার্ভে দেয়া যেতে পারে। এমনকি গ্রাহকের পক্ষ থেকে সার্ভেয়ার দেয়া যেতে পারে। একই সাথে একাধিক সার্ভেয়ার দিলে এতগুলো সার্ভেয়রদের প্রভাবিত করা কঠিন