নন-লাইফে ২৮০ কোটি টাকা ভ্যাট-ট্যাক্স-ডিউটি প্রদান
নিজস্ব প্রতিবেদক: নন-লাইফ বীমাখাতের সরকারি-বেসরকারি ৪৬টি কোম্পানি চলতি বছরের প্রথমার্ধে মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ২৮০ কোটি টাকা রাষ্ট্রকে প্রদান করেছে। লাইফ ও নন-লাইফ বীমাকারীর ব্যবসার দক্ষতার মূল্যায়ন শীর্ষক দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালের এপ্রিল থেকে জুন এই ৩ মাসে নন-লাইফ বীমা কোম্পানিগুলো অগ্নি, নৌ, মোটর ও বিবিধ বীমা পলিসির জন্য সর্বমোট ২৩ কোটি ১১ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি প্রদান করেছে। অগ্রিম আয়কর পরিশোধ করেছে ৩০ কোটি ২০ লাখ টাকা।
এ ছাড়াও মূল্য সংযোজন কর পরিশোধ করেছে ৭৯ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট প্রিমিয়ামের ৯.১৫ শতাংশ। উৎস স্থলে কর কর্তন (টিডিএস) করা হয়েছে ১৬ কোটি ১৩ লাখ টাকা এবং উৎসস্থলে মূল্য সংযোজন কর (ভিডিএস) কর্তন করা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা।
এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে নন-লাইফ বীমা কোম্পানিগুলো অগ্নি, নৌ, মোটর ও বিবিধ বীমা পলিসির জন্য সর্বমোট ২১ কোটি ৭ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি প্রদান করেছে। অগ্রিম আয়কর পরিশোধ করেছে ১৬ কোটি ৬৭ লাখ টাকা।
এ ছাড়াও মূল্য সংযোজন কর পরিশোধ করেছে ৭২ কোটি ৯৯ লাখ টাকা, যা মোট প্রিমিয়ামের ৭.৮৬ শতাংশ। উৎস স্থলে কর কর্তন (টিডিএস) করা হয়েছে ১১ কোটি ৬৫ লাখ টাকা এবং উৎসস্থলে মূল্য সংযোজন কর (ভিডিএস) কর্তন করা হয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকা।