ই-ফাইলিং শিখলেন আইডিআরএ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক: ই-ফাইলিং বিষয়ে দক্ষতা বাড়াতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। কর্তৃপক্ষের কার্যালয়ে গতকাল রোববার সকালে দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। আজ সোমবার শেষ হচ্ছে এ প্রশিক্ষণ।

এতে মাস্টার ট্রেইনার ছিলেন এটুআই প্রকল্পের সিনিয়র সহকারী সচিব মহসিন মৃধা। প্রশিক্ষণের তত্ত্বাবধানে ছিলেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমদ। কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত থেকে সবাইকে উৎসাহিত করেন।

প্রশিক্ষণ গ্রহণকারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র এসব কর্মকর্তা প্রত্যাশা ব্যক্ত করেছেন, অত্যন্ত যুগোপযোগি এ প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আইডিআরএ’কে সম্পূর্ণ অটোমেটেড করার প্রক্রিয়ায় অনেক ধাপ এগিয়ে যাবে।