বীমা কর্মকর্তাদের ঢাবি’তে পড়তে বলেছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: দেশের লাইফ ও নন-লাইফ বীমাকারীর কর্মকর্তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র মাস্টার অব ইন্স্যুরেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট (এমআইআরএম) কোর্সে পড়তে বলেছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। দক্ষ জনশক্তি গড়ে তুলতে গত বৃহস্পতিবার বীমাকারীদের এ চিঠি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

ওই চিঠিতে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র পরামর্শক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ এমআইআরএম কোর্স চালু করেছে। এমআইআরএম ডিগ্রি অর্জনকারী কর্মকর্তারা দেশের বীমা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়েছে।

বর্তমানে এমআইআরএম প্রোগ্রামের পরবর্তী সেমিস্টারে ভর্তির কার্যক্রম চলছে। ভর্তি প্রক্রিয়া শেষে দ্রুত ক্লাস শুরু করা হবে বলে জানানো হয়েছে। ভর্তিচ্ছুদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ওয়েবসাইটে এবং ০১৭৩১ ২১৭০২০, ০১৭৬৬ ২৮৭৩১৮ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।