নন-লাইফে ১৯ লাখ ৯২ হাজার পলিসি, ৭০% মোটর বীমা
নিজস্ব প্রতিবেদক: দেশের নন-লাইফ বীমাখাতে ২০১৮ সালের তৃতীয় প্রান্তিক শেষে পলিসির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯২ হাজার ৪১৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি পলিসি রয়েছে মোটর বীমার, ১৪ লাখ ২ হাজার ৪৫৭টি। অর্থাৎ ৭০ শতাংশ পলিসিই মোটর বীমার।
তবে প্রিমিয়াম সংগ্রহের দিক দিয়ে এগিয়ে রয়েছে অগ্নি বীমা পলিসি। ৪৯ শতাংশ প্রিমিয়াম এসেছে অগ্নি বীমায়। নন-লাইফ বীমাকারীর ব্যবসার দক্ষতা মূল্যায়ন শীর্ষক তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য প্রকাশ করেছে।
তথ্য অনুসারে, ২০১৮ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর তথা তৃতীয় প্রান্তিক পর্যন্ত অগ্নি, নৌ কার্গো, নৌ হাল, মোটর ও বিবিধ বীমার ১৯ লাখ ৯২ হাজার ৪১৫টি পলিসি বিক্রি হয়েছে। এসব পলিসির বিপরীতে ৩ হাজার ৪শ’ কোটি ২৬ লাখ টাকা প্রিমিয়াম এসেছে।
এর মধ্যে সবচেয়ে বেশি পলিসি বিক্রি হয়েছে মোটর বীমার, ১৪ লাখ ২ হাজার ৪৫৭টি। এ খাতে প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ২৯৫ কোটি ৩৪ লাখ টাকা। অর্থাৎ নন-লাইফ বীমাখাতের ৭০ শতাংশ পলিসি এবং ৯ শতাংশ প্রিমিয়াম এসেছে এই মোটর বীমায়।
অন্যদিকে সবচেয়ে বেশি প্রিমিয়াম সংগ্রহ হয়েছে অগ্নি বীমায়। আলোচ্য সময়ে ২ লাখ ৩ হাজার ৫৫৫টি অগ্নি বীমা পলিসির বিপরীতে ১ হাজার ৬৭১ কোটি ২১ লাখ টাকা প্রিমিয়াম এসেছে। অর্থাৎ নন-লাইফের ৪৯ শতাংশ প্রিমিয়াম এসেছে অগ্নি বীমায়, সংখ্যার দিক দিয়ে মোট পলিসির ১০ শতাংশ।
তৃতীয় প্রান্তিক পর্যন্ত নৌ কার্গো বীমায় ৩ লাখ ৫ হাজার ৪৯৮টি পলিসি বিক্রি হয়েছে। যা মোট পলিসির ১৫ শতাংশ। এ খাতে প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ১ হাজার ৬৯ কোটি ১১ লাখ টাকা, যা খাতটির গ্রস প্রিমিয়ামের ৩১ শতাংশ।
আর নৌ হাল বীমাখাতে ২ হাজার ৬৮০টি পলিসির বিপরীতে ৪৬ কোটি ৫৮ লাখ টাকা প্রিমিয়াম এসেছে। যা মোট পলিসির দশমিক ১৩ শতাংশ এবং গ্রস প্রিমিয়ামের ১ শতাংশ।
এ ছাড়াও আলোচ্য সময়ে বিবিধ বীমা খাতে সর্বমোট ৭৮ হাজার ২২৫টি পলিসি বিক্রি হয়েছে, যা মোট পলিসির ৪ শতাংশ। খাতটিতে প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ৩১৮ কোটি ২ লাখ টাকা, যা গ্রস প্রিমিয়ামের ৯ শতাংশ।