চট্টগ্রামে বীমা মেলা ১৫ ও ১৬ মার্চ
নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতীক্ষিত বীমা মেলা আগামী ১৫ ও ১৬ মার্চ বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)‘র নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমদ ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে এ তথ্য জানান।
দুদিনের এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এবারের বীমা মেলা অনুষ্ঠিত হবে।
গত ডিসেম্বরে জাতীয় নির্বাচন, জানুয়ারিতে বাণিজ্য মেলা ও ফেব্রুয়ারিতে বই মেলা থাকায় ২০১৮ সালের বীমা মেলা এবার মার্চে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মেলার মূল আয়োজক কমিটি আগামী ৮ ও ৯ মার্চ বীমা মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল।
আইডিআরএ সূত্রে জানা গেছে, মেলায় সকল বীমা কোম্পানির অংশগ্রহণ বাধ্যতামূলক। এবারের বীমা মেলার স্লোগান “নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা”।
প্রসঙ্গত, ২০১৬ সালে বীমা মেলা ঢাকায় এবং ২০১৭ সালে সিলেটে অনুষ্ঠিত হয়।