গ্রাহক পর্যায়ে অনুসন্ধানে নেমেছে তদন্ত দল
নিজস্ব প্রতিবেদক: নন-লাইফ বীমা কোম্পানিগুলোর অবৈধ কমিশন বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । অবৈধ কমিশন দেয়া বন্ধ করতে গ্রাহক পর্যায়ে অনুসন্ধানে নেমেছে আইডিআরএ’র তদন্ত দল। ইতোমধ্যেই বেশ কয়েকটি কোম্পানির অবৈধ কমিশন দেয়ার প্রমাণ পেয়েছে তারা। একাধিক বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, নন-লাইফ বীমা কোম্পানিগুলো ব্যবসা সংগ্রহ করতে ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমিশন দিচ্ছে। এসব কমিশনের প্রায় পুরোটাই যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকের পকেটে। আর্থিক দিক থেকে দুর্বল কোম্পানিগুলোই এ অবৈধ কমিশন দিচ্ছে। বীমা কোম্পানিগুলো কমিশনের টাকা গ্রাহক ও অসাধু কর্মকর্তাদের পরিশোধ করছে কখনো নগদে কখনো বেনামি ব্যাংক একাউন্টের মাধ্যমে।
এমন পরিস্থিতিতে বীমা কোম্পানিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রাহকও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। দীর্ঘদিন থেকেই কমিশন বন্ধে নানা আলোচনা করেও এর সমাধান না হওয়ায় কঠোর পদক্ষেপের উদ্যোগ নিয়েছে আইডিআরএ।
বীমা কোম্পানিগুলোর ব্রাঞ্চ অফিস থেকে শুরু করে গ্রাহক পর্যায়েও অনুসন্ধান শুরু করেছে কর্তৃপক্ষের একাধিক তদন্ত দল। বীমা কোম্পানি ও গ্রাহকের ব্যাংক স্টেটমেন্ট, পলিসিপত্র, মানি রিসিট, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করছে এ তদন্ত দল।
আইন অনুসারে, নন-লাইফ বীমার ব্যবসা সংগ্রহে ১৫ শতাংশ কমিশন দেয়ার বিধান রয়েছে। বীমা আইন ২০১০ এর ৫৮ ধরার ১ উপ-ধারায় এজেন্ট ছাড়া অন্য কারো মাধ্যমে প্রিমিয়াম সংগ্রহে নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও এজেন্ট ছাড়া অন্য কাউকে প্রিমিয়াম সংগ্রহের জন্য কমিশন বা পারিশ্রমিক দেয়াও নিষেধ ।
এ বিষয়ে আইডিআরএ’র নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমদ ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে বলেন, অবৈধ কমিশন বন্ধে দীর্ঘ দিন ধরে আইডিআরএ চেষ্টা করছে। ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়ে নিয়মিতই কাজ করছে। এরইমধ্যে কয়েকটি কোম্পানিকে জরিমানাও করা হয়েছে।