মেরিন ট্যারিফ পুনর্নির্ধারণে আইডিআরএ’র বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মেরিন ট্যারিফ পুনর্নির্ধারণে বৈঠক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আজ রোববার বেলা ১১টায় কর্তৃপক্ষের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেরিন ট্যারিফ পুনর্নির্ধারণে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের ওপর একটি প্রস্তাবনা পেশ করেন মেরিন রেটিং কমিটির চেয়ার‌ম্যান আকতার আহমেদ। প্রস্তাবনার ওপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ে আলোচনা-পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন সেন্ট্রাল রেটিং কমিটি (সিআরসি)’র সদস্যরা। পরবর্তী বৈঠকে এসব বিষয়ে চূড়ন্তা সিদ্ধান্ত নেয়া হতে পারে।

বৈঠকে আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস ও বোরহান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক খলিল আহমদ, পরিচালক (উপ-সচিব) মোঃ শাহ আলম ও একেএম. ফজলুল হক, উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদুল মুসলিম ছাড়াও ফায়ার রেটিং উপ-কমিটির চেয়ারম্যান এ কে এ এইচ চৌধুরী, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী, প্রাইম ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদী খানম, তাকাফুল ইন্স্যুরেন্সের সিইও আজিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।