চট্টগ্রামে বীমা মেলার বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আয়োজিত বীমা মেলা ২০১৮ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । শুক্রবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে র্যালিটি শুরু হয়। পরে শহরের ইস্পাহানি মোড় হয়ে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শেষ হয়।
আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, সদস্য গকুল চাঁদ দাস, সদস্য বোরহান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহঃ রেজাউল ইসলাম, নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) কাজী মনোয়ার হোসেন ও খলিল আহমদসহ দেশের সরকারি বেসরকারি বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিরা র্যালিতে অংশ নেন।
‘নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা’ এই স্লোগানকে সামনে নিয়ে ১৫ ও ১৬ মার্চ চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বীমা মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এবারের মেলায় সবগুলো বীমা কোম্পানি অংশগ্রহণ করেছে বলে জানা গেছে।