বীমা কর্মীরাই অর্থনীতির মূল চালিকা শক্তি
নিজস্ব প্রতিবেদক: বীমাখাতের কর্মীদের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন বীমা মেলায় আয়োজিত সেমিনারের আলোচকরা। “বীমাখাতে ডিজিটাইজেশন এবং চ্যালেঞ্জ” শীর্ষক এ সেমিনার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বীমা নানাভাবে মানুষকে সহায়তা করে। স্বাস্থ্য বীমা রোগীর চিকিৎসার ব্যয় বহন করে। গাড়ি বীমা দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেয়। শিক্ষা বীমা শিক্ষার্থীর খরচ যোগান দেয়। আপনারা এখানে বীমা করতে এসেছেন। এ জন্য বীমা মেলা সফল।
বীমা পেশাজীবীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়টির একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন বলেন, বীমা কর্মীরা হলেন অর্থনীতির অমূল্য সম্পদ। তারাই দেশের ইন্টেলেকচ্যুয়াল রিসোর্স। বীমা কোম্পানিগুলো মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি গ্রহণ করে। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায় বীমা কোম্পানিগুলোই।
বক্তারা জানান, বাংলাদেশে বীমার ৫০ হাজার কোটি টাকার মার্কেট রয়েছে। বীমা মানুষের সম্পদের সুরক্ষা দিচ্ছে। তাই নানা ধরনের ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।