বীমা মেলায় প্রাণবন্ত হোমল্যান্ড লাইফের স্টল

নিজস্ব প্রতিবেদক: দর্শনার্থী, বীমা গ্রাহক আর কর্মীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের স্টল। বীমার সুবিধাসহ বিভিন্ন ধরনের বীমা পলিসি সম্পর্কে জানতে এবং পলিসি কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবারের বীমা মেলায় হোমল্যান্ড লাইফের স্টল নম্বর ২৬।

আইডিআরএ দু’দিনব্যাপী এ মেলার আয়োজক। শুক্রবার মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মেলায় সরকারি বেসরকারি ৭৮টি বীমা কোম্পানির শতাধিক স্টল রয়েছে। বীমা কোম্পানি ছাড়াও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভে এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের স্টল রয়েছে। আজ রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।

হোমল্যান্ড লাইফের জেনারেল ম্যানেজার (সিইও সেক্রেটারি এবং পলিসি সার্ভিস ও ক্লেইম প্রধান) মো. মনজুর হাসান বলেন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে এবারের বীমা মেলা। বীমা গ্রাহক ছাড়াও সাধারণ মানুষ বেশ আগ্রহ নিয়েই আসছে বীমা মেলায়। এরইমধ্যে বেশ কিছু নতুন পলিসি বিক্রি হয়েছে হোমল্যান্ড লাইফের।

মনজুর হাসান বলেন, মেলার মাধ্যমে সাধারণ মানুষ বীমার সুফল সম্পর্কে ভালোভাবে জানতে পারে। এতে করে বীমা সম্পর্কে তাদের নেতিবাচক ধারনা দূর হয়। মেলা আয়োজনের মাধ্যমে গ্রাহক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পলিসি ল্যাপসও কমে যায়। তাই শুধু মেলা নয়, উঠোন বৈঠক থেকে শুরু করে সব পর্যায়েই থাকতে হবে গ্রাহক সচেতনতার প্রচেষ্টা।