ইন্স্যুরেন্স একাডেমির এবিআইএ ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে

নিজস্ব প্রতিবেদক: বীমা বিষয়ক এসোসিয়েটশিপ অব বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (এবিআইএ) ডিপ্লোমা অক্টোবর- ২০২৫ পর্বে ভর্তি চলছে। স্নাতক ডিগ্রিধারী যেকেউ এই কোর্সে ভর্তি হতে পারবেন। আগ্রহীদের আগামী ২৮ জানুয়ারির মধ্যে ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্স্যুরেন্স একাডেমি।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি বলছে, বীমা শিল্পের প্রসার, দক্ষ জনশক্তি সৃষ্টি এবং বীমা পেশায় নিয়োজিত জনবলকে যুগের চাহিদা মোতাবেক পেশাগত জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির এই ‘এবিআইএ’ ডিপ্লোমা কোর্স।
এবিআইএ ডিপ্লোমা কোর্সের বেসিক সার্টিফিকেট স্তরের নতুন শিক্ষার্থীদের জন্য ভর্তি, রেজিস্ট্রেশন ও কাউন্সিলিং ফি নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা। বেসিক সার্টিফিকেট স্তরের নতুন-পুরাতন শিক্ষার্থীসহ লাইফ ও নন-লাইফ এসোসিয়েট স্তরের রেজিস্ট্রেশন আপডেট আগামী ২৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির এবিআইএ ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।




