রূপালী ইন্স্যুরেন্সে উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী পদে পুনর্নিয়োগ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: রূপালী ইন্স্যুরেন্সে উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে পুনর্নিয়োগ অনুমোদন করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বিদায় বছরের শেষ কর্মদিবস বুধবার (৩০ ডিসেম্বর) সংস্থাটির নন-লাইফ অনুবিভাগের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত পৃথক দু’টি চিঠিতে এ তথ্য জানানো হয়।

রূপালী ইন্স্যুরেন্সে উপদেষ্টা পুনর্নিয়োগ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চিঠিতে উল্লেখ করা হয়, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত উপদেষ্টা পৃথ্বীশ কুমার রায় (পি কে রায়) এফসিএ’র পুনর্নিয়োগ অনুমোদন করা হয়েছে। নিয়োগপত্রের শর্তাদি যথাযথভাবে পরিপালন সাপেক্ষে তাকে ২ জানুয়ারি ২০২৬ থেকে ১ জানুয়ারি ২০২৯ পর্যন্ত মোট তিন বছরের জন্য উপদেষ্টা পদে বহাল থাকার অনুমতি দেয়া হয়।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহী পুনর্নিয়োগ

একই দিনে পৃথক আদেশে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. আবদুল মতিন সরকার এর পুনর্নিয়োগও অনুমোদন করে আইডিআরএ। নিয়োগপত্রের শর্তাবলি অনুসরণ সাপেক্ষে তিনি ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ১৯ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত পরবর্তী তিন বছর প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।