ডিজিটাল প্রযুক্তির ব্যবহার তুলে ধরছে গার্ডিয়ান লাইফ
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল অগ্রযাত্রায় সর্বদাই বলিয়ান- এই থিম নিয়ে বীমা মেলায় অংশগ্রহণ করেছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। লাইফ বীমা শিল্পে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের চিত্র তুলে ধরছে বীমা কোম্পানিটি। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দু’দিনব্যাপী এ মেলায় গার্ডিয়ান লাইফের স্টল নম্বর ৭৬-৭৭।
বীমা মেলায় গার্ডিয়ান লাইফের মাই গার্ডিয়ান অ্যাপ, ইজিলাইফ অ্যাপসহ কোম্পানিটির ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারছেন দর্শনার্থীরা। একইসঙ্গে কোম্পানিটির বিভিন্ন ধরনের বীমা পণ্য সম্পর্কে জানতে পারছেন আগ্রহীরা। এবারের বীমা মেলায় গার্ডিয়ান লাইফ ১ কোটি ৬৬ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে।
গার্ডিয়ান লাইফের হেড অব মার্কেটিং এন্ড কমিউনিকেশন রুবাইয়াৎ সালেহীন জানান, দেশের ৪র্থ প্রজন্মের বীমা কোম্পানিগুলোর মধ্যে অত্যন্ত সুনামধন্য ও দ্রুত বর্ধনশীল বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ। প্রতিষ্ঠার পর এরইমধ্যে ৫৫ লাখেরও বেশি গ্রাহককে বীমা সেবা দিচ্ছে। উদ্ভাবনী বীমা পণ্যের জন্য ইন্স্যুরেন্স এশিয়া এ্যাওয়ার্ডও অর্জন করেছে।
“নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে বীমা মেলা ২০১৮। আইডিআরএ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মেলায় সরকারি বেসরকারি ৭৮টি বীমা কোম্পানির শতাধিক স্টল রয়েছে। এছাড়াও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভে এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের স্টল রয়েছে।