প্রাইম ইসলামী লাইফের স্টলে দর্শনার্থীদের সরব উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক:দর্শনার্থীদের সরব উপস্থিতিতে জমে ওঠে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্টল। কোম্পানিটির বিভিন্ন পলিসিসহ বীমা সম্পর্কে ধারনা পেতে ভিড় জমে আগ্রহীদের। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দু’দিনব্যাপী এ মেলা আজ রাত ৮টায় শেষ হয়। মেলায় প্রাইম ইসলামী লাফের স্টল তৃতীয় স্থান অধিকার করে।

প্রাইম ইসলামী লাফের এসভিপি ও হেড অব ডেভেলপমেন্ট এডমিনিস্ট্রেশন কে সি দেবনাথ জানান, এবারের বীমা মেলায় আমাদের স্টলে প্রায় ১০ কোটি টাকার লেনদেন হয়েছে। এরমধ্যে রয়েছে দাবি পরিশোধ, প্রিমিয়াম সংগ্রহ, নতুন পলিসি বিক্রি। ৪শ’র বেশি নতুন পলিসি বিক্রি হয়েছে, যা থেকে ২ কোটি টাকার অধিক প্রিমিয়াম এসেছে।

আইডিআরএ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মেলায় সরকারি বেসরকারি ৭৮টি বীমা কোম্পানি অংশ নিয়েছে। বীমা কোম্পানিসহ বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভে এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের শতাধিক স্টল রয়েছে মেলায়।