সানফ্লাওয়ার লাইফের কাছে টাকা পাবে সাড়ে ২২ হাজার গ্রাহক

নিজস্ব প্রতিবেদক: সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের কাছে টাকা পাবে সাড়ে ২২ হাজার গ্রাহক। এরমধ্যে গত ফেব্রুয়ারিতে নতুন করে ১০ হাজার ৩৫৬টি বীমা দাবি যুক্ত হয় বীমা কোম্পানিটিতে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কাছে সানফ্লাওয়ার লাইফের দাখিল করা প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সে উত্থাপিত মোট বীমা দাবির সংখ্যা ৩২ হাজার ৫৩১টি। এরমধ্যে আলোচ্য মাসে ১০ হাজার ৪০টি বীমা দাবি নিষ্পত্তি করে বেসরকারি এ লাইফ বীমা প্রতিষ্ঠান। বাকী ২২ হাজার ৪৯১টি বীমা দাবি পেন্ডিং রয়েছে।

এর আগে ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের এক হিসেবে কোম্পানিটি দেখিয়েছে তাদের বীমা দাবি নিষ্পত্তির হার ৯৫ দশমিক ৭১ শতাংশ। আর অনিষ্পন্ন দাবির সংখ্যা ১ হাজার ৬৭৪টি, এতে পাওনার পরিমাণ ১ কোটি ৯২ লাখ টাকা। সে সময় কোম্পানিটিতে মোট দাবি ছিল ৪৪ কোটি ৬২ লাখ টাকা।

এ বিষয়ে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা শামসুল আলম ইন্স্যুরেন্স নিউজ বিডি'কে বলেন, এই হিসাবটা অনেক আগের। আমরা এরইমধ্যে ১০ হাজার বীমা দাবি পরিশোধ করেছি। আগামী সপ্তাহের মধ্যে বাকী বীমা দাবি পরিশোধ করে দেয়া হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি শেষে সানফ্লাওয়ার লাইফের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৭৫৯। কোম্পানিটিতে আলোচ্য মাসে নতুন গ্রাহক তৈরি হয় ১ হাজার ৫২৭ জন। ফেব্রুয়ারিতে কোম্পানিটির প্রিমিয়াম আয় দাঁড়ায় ৮ কোটি ৯০ লাখ ১৫ হাজার টাকা।