বাজেটে বিআইএ’র ৯ প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক: বীমাখাতের উন্নয়নে আসন্ন বাজেটে ৯ প্রস্তাবনা তুলে ধরেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।এসময় বীমাখাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

বিআইএ’র প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, পুনর্বীমা কমিশনের বিপরীতে ১৫ শতাংশ উৎসে মূল্য সংযোজন কর কর্তন সম্পর্কিত আইন সংশোধন। নন-লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক গৃহিত স্বাস্থ্য বীমার উপর ১৫ শতাংশ ভ্যাট মওকুফ। জীবন বীমা পলিসি হোল্ডারদের পলিসি বোনাসের উপর ৫ শতাংশ গেইন ট্যাক্স মওকুফ।

এ ছাড়াও বীমা এজেন্টদের উৎসে কর মওকুফ। পুনর্বীমা প্রিমিয়ামের উপর উৎসে কর রহিতকরণ। করপোরেট কর হার হ্রাসকরণ। কৃষি বীমার প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর ও করপোরেট কর হার রহিতকরণ। অনলাইন ভিত্তিক বীমার প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর রহিতকরণএবং নতুন সামাজিক পণ্য ট্যাক্স এবং ভ্যাট ছাড়।

বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বলেন, বীমাখাতে অনেক সমস্যাই আছে। আমরা চেষ্টা করছি সেগুলোর সমাধান করতে। গত কয়েক বছরে সারাদেশে শত শত বীমা দাবি পরিশোধ করা হয়েছে। শুধু নেতিবাচক সংবাদ নয়, ইতিবাচক সংবাদও প্রকাশে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।