সিঙ্গেল অ্যাকাউন্ট একটি ভালো উদ্যোগ: মনিরুল হক
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সিঙ্গেল অ্যাকাউন্ট চালুর উদ্যোগকে ভালো বলে মন্তব্য করেছেন বিআইএ’র ভাইস প্রেসিডেন্ট ও নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক। আজ মঙ্গলবার বীমা মালিকদের সংগঠন বিআইএ’র প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
এ কে এম মনিরুল হক বলেন, সিঙ্গেল অ্যাকাউন্টের বিষয়ে আইডিআরএ থেকে যে সার্কুলার জারি করা হয়েছে তা বাস্তবায়ন করা হলে নন-লাইফ বীমাখাতে দুর্নীতি থাকবে না বললেই চলে। তবে এতে কিছু সংশোধন আনার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, বীমা কোম্পানিগুলো পরিচালনায় একটি অ্যাকাউন্ট নয়, ৫টি অ্যাকাউন্ট লাগবে। একইসঙ্গে এসব অ্যাকাউন্ট পরিচালনা নজরদারি করার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাড করতে হবে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশনা দেয় আইডিআরএ। এরপর আরেকটি সার্কুলার জারি করে প্রিমিয়াম জমার ক্ষেত্রে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে যেকোনো একটি রেখে বাকিগুলো ১৩ মে এর মধ্যে বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।