প্রতিদিন কোটি কোটি টাকা দাবি পরিশোধ করছে সানলাইফ: রুবিনা হামিদ

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন কোটি কোটি টাকা দাবি পরিশোধ করছে সানলাইফ ইন্স্যুরেন্স। এমনটাই জানিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান ও বিআই’র ভাইস প্রেসিডেন্ট রুবিনা হামিদ। আজ মঙ্গলবার প্রাক-বাজেট আলোচনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুনির্দিষ্টভাবে সানলাইফের দাবি পরিশোধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুবিনা হামিদ বলেন, দাবি পরিশোধ না করার অভিযোগ শুধু সানলাইফের বিরুদ্ধে নয়, সব কোম্পানির বিরুদ্ধেই দাবিই বকেয়ার অভিযোগ রয়েছে। তিনি বলেন, আমরা প্রতিদিন শত শত দাবি পরিশোধ করছি।

বায়রা লাইফসহ বেশ কয়েকটি কোম্পানির হাজার হাজার গ্রাহকের দাবি বকেয়া রয়েছেে- এর দায়ভার বিআইএ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে বিআইএ'র পক্ষ থেকে বলা হয়, এ দায়ভার আমরা নেব না। এটি সংশ্লিষ্ট কোম্পানির দায়। তবে গ্রাহকদের মাঝে আস্থা ফেরাতে এসোসিয়েশন যথাযথ ভূমিকা পালন করবে।