আজিজুল ইসলামের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: ইন্স্যুরেন্স নিউজ বিডি’তে গত ২০ মে প্রকাশিত ‘যেভাবে মূখ্য নির্বাহী হয়েছিলেন আজিজুল ইসলাম’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম। গত ২২ মে ইন্স্যুরেন্স নিউজ বিডি কার্যালয়ে তিনি এ প্রতিবাদলিপি পাঠান।

প্রতিবাদলিপিতে বলা হয়, যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে কিছু অনাকাঙ্খিত, অযাচিত এবং ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। যার করণে বিভ্রান্তি এবং মার্যাদাহানী হয়েছে বলে মনে করছেন আজিজুল ইসলাম। তার দাবি, সবগুলো শর্ত পূরণ করেই তিনি মূখ্য নির্বাহী কর্মকর্তা হয়েছিলেন।

অভিজ্ঞতার বিষয়ে প্রতিবাদলিপিতে বলা হয়েছে, তিন বছর দশ মাস উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালকের পরের পদে সিটি জেনারেল ইন্স্যুরেন্সে চাকরি এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রায় ছয় মাস সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করার পর ২০০৬ সালের ১ আগস্ট প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে মূখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পান আজিজুল ইসলাম। একই সঙ্গে ৯ বছরের বেশি সময় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি।

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদলিপিটি পাওয়ার পর নতুন করে খোঁজ খবর নেয়া হয় সিটি জেনারেল ইন্স্যুরেন্সে। পাওয়া যায় কোম্পানিটির সার্ভিস রুল। এতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সার্ভিস রুল অনুযায়ী, ২০১২ সালের আগে কোম্পানিটিতে উপ-ব্যবস্থাপনা পরিচালকের পদ বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পদ কোনটিই ছিল না। সেখানে দ্বিতীয় সর্বোচ্চ পদ ছিল সিনিয়র জেনারেল ম্যানেজার।