বীমাখাত নিয়ে কাল সংবাদ সম্মেলন ডেকেছে বিআইএ
ডেস্ক রিপোর্ট: বীমাখাতের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়াবলী সকলকে অবহিত করতে সংবাদ সম্মেলন ডেকেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) । আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ঢাকা ক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন।