জলবায়ু ভিত্তিক বীমা নিয়ে বিআইএ’র আন্তর্জাতিক সম্মেলন ৫-৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: জলবায়ু ভিত্তিক বীমা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । ইনক্লুসিভ ইন্স্যুরেন্স ফর ইমার্জিং মার্কেটস: কোপিং উইথ ক্লাইমেট রিস্ক শিরোনামে আগামী ৫-৭ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতায় থাকছে মিউনিক রি ফাউন্ডেশন এবং মাইক্রো ইন্স্যুরেন্স নেটওয়ার্ক।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাড়ে ৪শ’ অংশগ্রহণকারী ও বীমা বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেবেন। বিশ্বের উদীয়মান বাজারগুলোর জন্য অন্তর্ভুক্তিমূলক বীমার উন্নয়ন ত্বরান্বিত এবং অর্থনৈতিক সম্ভাব্যতার উপায়গুলো চিহ্নিত করার চেষ্টা চলবে তাদের আলোচনায়।

দেশি-বিদেশি বেসরকারি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা, অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ও তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন। এক্ষেত্রে সময় ও প্রতিষ্ঠান ভিত্তিতে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২৯০ থেকে ৯৯০ মার্কিন ডলার।

সম্মেলনে অংশ নিতে ইচ্ছুকদের অনলাইনে http://www.bia-imc2019.com/registration এই ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। এই বিষয়টি সম্পর্কে আরো জানার জন্য প্রয়োজনে- হোসেন টাওয়ার (১০ম তলা), বক্স কালভার্ট রোড, ১১৬, নয়া পল্টন, ঢাকা ১০০০- এই ঠিকানায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র সঙ্গে যোগাযোগ করা যাবে।