লাইফ বীমা কোম্পানিগুলোর কমিশন সিডিউল চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম সংগ্রহের লক্ষ্যে মাঠ পর্যায়ে ব্যবহৃত ‘কমিশন সিডিউল’ চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ১৫ নভেম্বরের মধ্যে এসব সিডিউল কর্তৃপক্ষে পাঠাতে হবে। গতকাল বুধবার এক চিঠিতে এ নির্দেশ দিয়েছে আইডিআরএ।

চিঠিতে বলা হয়েছে, লাইফ বীমাকারীর বীমা পরিকল্পের প্রকৃতি ও টার্ম অনুযায়ী প্রথম বর্ষ এবং পরবর্তী বছরসমূহে নবায়ন প্রিমিয়াম সংগ্রহরে লক্ষ্যে এজেন্ট, এমপ্লয়ার অব এজেন্ট এবং বর্তমানে কর্মরত সুপারভাইজার লেভেল পর্যন্ত কমিশন, রিলিজ এবং অন্যান্য আর্থিক সুবিধার তথ্য জানাতে হবে।

এক্ষেত্রে একক বীমা, গ্রুপ বীমা, ক্ষুদ্রবীমা, ইসলামী বীমা তাকাফুল এবং ভিন্ন ভিন্ন নামের প্রকল্পে ব্যবহৃত ‘কমিশন সিডিউল’ মূখ্য নির্বাহী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি আগামী ১৫ নভেম্বরের মধ্যে কর্তৃপক্ষের বরাবর পাঠাতে হবে।চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ।