বীমাখাতের উন্নয়নে অগ্রগামী পপুলার লাইফ: বিএম ইউসুফ আলী

নিজস্ব প্রতিবেদক: বীমাখাতের উন্নয়নে যেকোনো পদক্ষেপে অগ্রগামী ভূমিকা পালন করছে পপুলার লাইফ। নির্বাচন কমিশনের সংরক্ষিত তথ্য ব্যবহারের অনুমোদন পাওয়ার মাধ্যমে জাতীয় তথ্য বাতায়নে আজ থেকে সংযুক্ত হলো পপুলার লাইফ। এতে দ্রুত বীমা দাবি পরিশোধ, গ্রাহক সনাক্তকরণ ও মানিলন্ডারিং প্রতিরোধসহ বীমাগ্রাহকের নামে চেক জালিয়াতিসহ সব ধরণের প্রতারণা বন্ধ করা সম্ভব হবে। ফলে এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ফিরে আসার পাশাপাশি বীমাখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। আর এই পরিবর্তনের অগ্রগামী হিসেবে থাকছে পপুলার লাইফ।

আজ সোমবার রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সংরক্ষিত তথ্য-উপাত্তের সার্ভিস গ্রহণের আওতায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র যাচাই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

বিএম ইউসুফ আলী আরো বলেন, বীমাখাতের যত পদক্ষেপ নেয়া হয় সেক্ষেত্রে সবসময় অগ্রণী  ভূমিকা পালন করে পপুলার লাইফ। এর আগে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে বীমা দাবি পরিশোধের উদ্যোগ নেয় পপুলার লাইফ। এই আইডিইবি ভবনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতেই প্রথম বীমা দাবি পরিশোধের উদ্যোগ নেয়া হয়। এরপরে সব কোম্পানি আনুষ্ঠানিকভাবে দাবি পরিশোধের উদ্যোগ নেয়। আজকে বীমাখাতকে ডিজিটালাইজেশন করার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ জাতীয় তথ্য বাতায়নে আমরাই প্রথম সংযুক্ত হলাম। এটা আমাদের সৌভাগ্য। আমরা অগ্রগামী।

তিনি বলেন, আমরা আশাকরি আমাদের এ উদ্যোগ দেশের বীমাখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বীমার প্রতি দেশের সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।