প্রগতি লাইফে প্রথমবারের মতো সীমার নিচে ব্যবস্থাপনা ব্যয়

নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম ব্যবস্থাপনা ব্যয়ের নির্ধারিত সীমার চেয়ে কম খরচ করেছে বেসরকারি বীমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া জীবন বীমা তহবিল এবং বিনিয়োগেও এগিয়ে রয়েছে ২০০০ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত এই কোম্পানি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দাখিলকৃত কোম্পানির তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।

সূত্র মতে, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২০১৬ সালে মোট ২২০ কোটি ৪৫ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছে। এই প্রিমিয়াম আয় করতে কোম্পানিটির জন্য ব্যবস্থাপনা খাতে ব্যয়ের অনুমোদন ছিল ৮০ কোটি ৬ লাখ টাকা। তবে কোম্পানিটি ব্যয় করেছে ৭৯ কোটি ৮৯ লাখ টাকা। যা অনুমোদিত সীমার চেয়ে ১৭ লাখ টাকা কম। অর্থাৎ গত বছর প্রগতি লাইফ অনুমোদিত সীমার চেয়ে ২১ শতাংশ কম ব্যয় করেছে।

এর আগে ২০১৫ সালে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১৯৮ কোটি ৯৮ লাখ টাকা প্রিমিয়াম আয় করে। এজন্য কোম্পানিটি ব্যবস্থাপনা খাতে ব্যয় করে ৭৪ কোটি ৬৭ লাখ টাকা। অথচ ব্যয়ের অনুমোদন ছিল ৬৪ কোটি ৮৫ লাখ টাকা। সে হিসাবে ২০১৫ সালে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৯ কোটি ৮২ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে। যা অনুমোদিত সীমার ১৫ শতাংশ।

২০১৪ সালে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স মোট প্রিমিয়াম আয় করে ১৬৫ কোটি ৭১ লাখ টাকা। এই পরিমাণ প্রিমিয়াম আয় করতে কোম্পানিটি ব্যবস্থাপনা খাতে ব্যয় করে ৬৮ কোটি ৭০ লাখ টাকা। অথচ ব্যবস্থাপনা ব্যয়ের অনুমোদন ছিল ৫২ কোটি ১৯ লাখ টাকা। সে হিসাবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আলোচ্য বছরে ১৬ কোটি ৫১ লাখ টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে। যা অনুমোদিত সীমার প্রায় ৩২ শতাংশ।

বর্তমানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৫ কোটি ৯৮ লাখ টাকা। ২০১৬ সালে কোম্পানিটির প্রারম্ভিক তহবিলের পরিমাণ ছিল ৪২৬ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ আলোচ্য বছরে প্রগতি লাইফে প্রায় ১২ শতাংশ জীবন বীমা তহবিল বেড়েছে।

২০১৫ সালে এই তহবিলের পরিমাণ ছিল ৩৮৮ কোটি ৬৮ লাখ টাকা। সেবছর নতুন তহবিল যুক্ত হয় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। বৃদ্ধির পরিমাণ প্রায় ১০ শতাংশ। এরআগে ২০১৪ সালে প্রগতি লাইফের প্রারম্ভিক তহবিল ছিল ৩৫৭ কোটি ৪ লাখ টাকা। ৩১ কোটি ৬৪ লাখ টাকা যুক্ত হয়ে বছর শেষে তহবিল দাঁড়ায় ৩৮৮ কোটি ৬৮ লাখ টাকা। বৃদ্ধির পরিমাণ প্রায় ৯ শতাংশ।

জীবনবীমা তহবিল বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগও বেড়েছে প্রগতি লাইফে। ২০১৬ সালে কোম্পানিটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৪২৪ কোটি ৬৫ লাখ টাকা। এরমধ্যে সরকারি খাতে বিনিয়োগ রয়েছে ১৮৩ কোটি ৪৯ লাখ টাকা। অন্যান্য খাতে বিনিয়োগ রয়েছে ২৪১ কোটি ১৬ লাখ টাকা। এবছর বিনিয়োগের পরিমাণ বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।

২০১৫ সালে কোম্পানিটির মোট বিনিয়োগ ছিল ৩৩৬ কোটি ৮৫ লাখ টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় ৪৩ শতাংশ বেশি। এরমধ্যে সরকারি খাতে বিনিয়োগ ছিল ১৮০ কোটি ৬৯ লাখ টাকা। এরআগে ২০১৪ সালে বিনিয়োগের পরিমাণ ছিল ৩১২ কোটি ৪০ লাখ টাকা।যার মধ্যে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা বিনিয়োগ ছিল সরকারি খাতে। বছরটিতে প্রগতি লাইফের বিনিয়োগ বাড়ে ৪১ শতাংশ।

এসব বিষয়ে প্রগতি লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জালালুল আজিম ইন্স্যুরেন্সনিউজবিডি’কে বলেন, ‌‌‘২০১২ সাল থেকেই ব্যবস্থাপনা ব্যয় কমিয়ে আনতে তাগিদ দিয়ে আসছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ । অন্যদিকে ব্যয় কমাতে মিডিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে সফলতাও এসেছে। তবে বর্তমানে ব্যবস্থাপনা ব্যয়ের যে সীমা চালু রয়েছে তা সংশোধন করা না হলে সফলতার এ ধারা অব্যহত রাখা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে ব্যয় কমানোর পাশাপাশি আমরা দাবি পরিশোধকে গুরত্ব দিয়েছি। এতে করে আমরা মনে করছি বীমা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণার পরিবর্তন আসবে।