লাইফ বীমাখাত

গ্রাহক নিরাপত্তা তহবিল প্রবিধানমালায় সংশোধন

নিজস্ব প্রতিবেদক: লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক নিরাপত্তা তহবিল প্রবিধানমালা, ২০১৬ এর সংশোধন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । দু’টি প্রবিধানে সংশোধন এবং নতুন একটি দফা সংযোজন করে গত  ৪ আগস্ট প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার।

সংশোধিত প্রবিধান ৩ এর উপ-প্রবিধান (৩) এ বলা হয়েছে, তহবিলের অর্থ কোন তফসিলি ব্যাংকে কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ‘লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক নিরাপত্তা তহবিল’ নামে ব্যাংক হিসাবের মাধ্যমে আহরিত ও ব্যয়িত হইবে।

এর আগে প্রবিধান ৩ এর উপ-প্রবিধান (৩) এ বলা হয়েছিল, তহবিলের অর্থ কোন তফসিলি ব্যাংকে কর্তৃপক্ষের নামে জমা হইবে এবং উহা নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরের মাধ্যমে আহরিত ও ব্যয়িত হইবে।

সংশোধিত প্রবিধান ৬ এ তহবিল ব্যবহারের বিষয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষ, প্রবিধান ৮ এর বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত উদ্দেশ্যে তহবিলের অর্থ ব্যবহার করিতে পারিবে, যথা-

(ক) দেউলিয়া বীমাকারীর অবসায়নের তারিখে পলিসি গ্রাহকের পলিসি চুক্তি অনুযায়ী অবসায়ক কর্তৃক স্থিরীকৃত দাবি পরিশোধ;

(খ) অবসায়ক কর্তৃক অবসায়িত কোন লাইফ বীমাকারীর তহবিল হইতে সকল পলিসি গ্রাহক বা অধিকারভোগীর নির্ধারিত দাবির অংশ বিশেষ আনুপাতিক হারে পরিশোধের পর অবশিষ্ট অংশ বা উহার অংশ পরিশোধ;

(গ) তহবিল পরিচালনা সম্পর্কিত প্রশাসনিক, আইনি এবং রক্ষাণাবেক্ষণ সংক্রান্ত ব্যয়।

এর আগে প্রবিধান ৬ এ তহবিল ব্যবহারের বিষয়ে বলা হয়েছিল, কর্তৃপক্ষ, প্রবিধান ৮ এর বিধান সাপেক্ষে, নিম্নবর্নিত উদ্দেশ্যে তহবিলের অর্থ ব্যবহার করিতে পারিবে, যথা-

(ক) তহবিল পরিচালনা সম্পর্কিত প্রশাসনিক, আইনি এবং রক্ষাণাবেক্ষণ সংক্রান্ত ব্যয়।

 (খ) দেউলিয়া বীমাকারীর পলিসি গ্রাহকের পলিসি চুক্তি অনুযায়ী দায় পরিশোধ;

(গ) অবসায়ক কর্তৃক অবসায়িত কোন লাইফ বীমাকারীর পলিসি গ্রাহক বা অধিকারভোগীর নির্ধারিত দাবি পরিশোধের পর অবশিষ্ট অংশ বা উহার অংশ বিশেষের দাবি পরিশোধ।

এ ছাড়াও প্রবিধান ১১ এর উপ-প্রবিধান (১) এর দফা (গ) এর পর নিম্নরূপ নতুন দফা (গগ) সন্নিবেশিত হাইবে, যথা-(গগ) কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত কর্তৃপক্ষের লাইফ ইন্স্যুরেন্স বিষয়ে অভিজ্ঞ ১ (এক) জন সদস্য;।