মোটরযানের জন্য যথানিয়মে বীমা করার বিধান রয়েছে: বিআইএ

নিজস্ব প্রতিবেদক: মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ রহিত করে সড়ক পরিবহন আইন, ২০১৮ প্রতিস্থাপন করায় থার্ড পার্টি বীমার আবশ্যকতা নেই। তবে নতুন আইনে মোটরযানের জন্য যথানিয়মে বীমা করার বিধান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেন (বিআইএ) ।

এই প্রেক্ষিতে থার্ড পার্টি বীমা পরিকল্প বাতিলের প্রস্তাব করেছে বীমা মালিকদের এই সংগঠন। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’কে দিয়েছে বিআইএ।

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ রহিত করে ২০১৮ সালের ৮ অক্টোবর সড়ক পরিবহন আইন, ২০১৮ প্রতিস্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে।

ফলে মোটরযান অধ্যাদেশের ১০৯ ধারা অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা (থার্ড পার্টি ইন্স্যুরেন্স) গ্রহণ করার যে বাধ্যবাধকতা ছিল তা আর নেই। তবে সড়ক পরিবহন আইনে প্রতিটি মোটরযানকে বাধ্যতামূলক বীমার আওতায় আনয়নের জন্য সুস্পষ্টভাবে বর্ণিত আছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬০ ধারায় যাত্রী বা মোটরযানের বীমার বিষয়ে বলা হয়েছে (১) যেকোনো মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান ইচ্ছা করলে তার মালিকানাধীন যে কোনো মোটরযানের জন্য যে সংখ্যক যাত্রী পরিবহনের জন্য নির্দিষ্টকৃত তাদের জীবন ও সম্পদের বীমা করতে পারবে।

(২) মোটরযানের মালিক বা প্রতিষ্ঠানের অধীন পরিচালিত মোটরযানের জন্য যথানিয়মে বীমা করবেন এবং মোটরযানের ক্ষতি বা নষ্ট হওয়ার বিষয়টি বীমার আওতাভুক্ত থাকবে। বীমাকারী কর্তৃক উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

অর্থাৎ মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ রহিত হওয়ার পর মোটরযানের জন্য যথানিয়মে বীমা করার বিধান রয়েছে। তাই তৃতীয় পক্ষের ঝুকি বীমা (থার্ড পার্টি ইন্স্যুরেন্স) গ্রহণ করার আবশ্যকতা নেই।

এদিকে নতুন আইনে মোটরযানের বীমার বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র পত্রের বিষয়বস্তু নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। যার কারণে মোটরযান মালিকরা মোটরযানের বীমা করতে আগ্রহী হচ্ছে না বলে জানিয়েছে বিআইএ।

এ অবস্থায় মোটরযানের বীমা করার জন্য পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে পুলিশ মহাপরিদর্শক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশেনের যৌথ সভা প্রয়োজন বলে জানিয়েছে বিআইএ।