ইন্স্যুরেন্স একাডেমির পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিধারী কর্মকর্তাদের তথ্য চেয়েছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ) থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিধারী বীমা কর্মী ও কর্মকর্তাদের তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আজ বুধবার এ সংক্রান্ত একটি চিঠি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়েছে, বীমা কোম্পানি বা করপোরেশনে কর্মরত যে সকল কর্মকর্তা/ উন্নয়ন কর্মী/ এজেন্ট বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি হতে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা অর্জন করেছেন তাদের তথ্য নির্ধারিত ছকে হার্ড কপি আকারে আগামী ২৭ অক্টোবরের মধ্যে কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।
পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিধারী বীমা কর্মী ও কর্মকর্তার নাম, পদবি, ফোন নম্বর, ই-মেইল এড্রেস এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি কর্তৃপক্ষের কর্মকর্তা তানিয়া আফরিনের কাছে পাঠাতে হবে। বীমা কোম্পানিগুলোতে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (উন্নয়ন ও গবেষণা) মো. জাহাঙ্গীর আলম।