টাকা আদায়ে ফারইস্ট লাইফকে ৭২ গ্রাহকের উকিল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: বীমাখাতে নেতিবাচক ধারণা দূর করতে সরকার গ্রাহকের বীমা দাবি পরিশোধে জোর তাগাদা দিচ্ছে। কিন্তু কোম্পানিগুলোর যেন টনক নড়ছে না। দাবি পরিশোধ না করার অভিযোগ যেন শেষ হচ্ছে না। কিছু কোম্পানি দাবি পরিশোধের বিষয়ে কোনভাবেই গুরুত্ব দিচ্ছে না। ফলে শেষ হচ্ছে না গ্রাহক ভোগান্তি।

ভুক্তভোগী গ্রাহকরা মেয়াদ শেষে পাওনা টাকা আদায়ে এবার উকিল নোটিশ পাঠিয়েছে ফারইস্ট ইসলামী লাইফ  ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃক্ষকে। কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী মো. রাশেদুল ইসলাম এবং আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল (জুয়েল)’র মাধ্যমে কোম্পানিটির ৭২জন গ্রাহক পৃথকভাবে গত ২৯ ও ৩০ নভেম্বর এই নোটিশ পাঠিয়েছে। 

কুষ্টিয়ার এই ৭২ জন গ্রাহকের বীমার মেয়াদ শেষ হয় ২০১৯ সালের অক্টোবর থেকে চলতি বছরে জুনে। এরপর কোম্পানিটি টাকা পরিশোধ করেনি। স্থানীয় কার্যালয়ে বারবার ধর্ণা দিয়েও টাকা আদায় করতে পারেনি এসব গ্রাহক। ফলে টাকা আদায়ে তারা উকিল নোটিশ পাঠিয়েছে। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে টাকা পরিশোধ করা না হলে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতের শরনাপন্ন হবে গ্রাহকরা। এমনটাই বলা হয়েছে উভয় উকিল নোটিশে।

গত ৩০ নভেম্বর পাঠানো নোটিশের গ্রাহকরা হলেন- মো. রবিউল ইসলাম, পলিসি নম্বর ০৯৩৭০০২৩৮৫; মো. জাহিদুল ইসলাম, পলিসি নম্বর ০৯৩৭০০৩৮২৩; মোছা. জুবেদা খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৩৮২২; মোছা. রাফিয়া খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৩৬৫২; মো. বিল্লাল হোসেন, পলিসি নম্বর ০৯৩৭০০৩৮২৬; মো. সৈকত মাহামুদ, পলিসি নম্বর ৩৭০০০০৩৩৭৩; মো. টুটুল হোসেন, পলিসি নম্বর ০৯৩৭০০৩৮২৮; মো. আকবর আলী, পলিসি নম্বর ০৯৩৭০০৪০৮৬;

মো. সুমন আলী, পলিসি নম্বর ০৯৩৭০০৪০৮৮; মোছা. নার্গিস আক্তার, পলিসি নম্বর ০৯৩৭০০৪১৯৮; মোছা. ফুলজান নেছা, পলিসি নম্বর ০৯৩৭০০৩৬৫৪; মোছা. আশুয়ারা খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৩২০৯; মো. ইমতিয়াজ আলী, পলিসি নম্বর ০৯৩৭০০২৪৫১; মোছা. সাবিনা ইয়াসমিন, পলিসি নম্বর ০৯৩৭০০৩৭৭৭; মোছা. সুফিয়া খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৩৬৫১; মোছা. ফরিদা খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৩৫৬৩; মোছা. শিখা খাতুন, পলিসি নম্বর ৩৭০০০০২৬২৬;

মো. আসলাম উদ্দীন, পলিসি নম্বর ০৯৩৭০০৪০৯০; মো. রফিকুল ইসলাম, পলিসি নম্বর ০৯৩৭০০৩৯২৪; মো. বজলুর রহমান, পলিসি নম্বর ০৯৩৭০০৪৩২২; মো. মহির উদ্দীন, পলিসি নম্বর ৩৭০০০০৩৮৪৮; মো. ইসমাইল মণ্ডল, পলিসি নম্বর ০৯৩৭০০৪১৫৭; মোছা. খাদিজা খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৩৯২৩; রুনা লায়লা, পলিসি নম্বর ০৯৩৭০০২৭৪৮; মোছা. মাহামুদা খানম, পলিসি নম্বর ০৯৩৭০০২৯০৮; মোছা. সাহিদা খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০২৯৬৪;

আশরাফুজ্জামান, পলিসি নম্বর ৩৭০০০০৩২৬৮; মোছা. মমতাজ বেগম, পলিসি নম্বর ৩৭০০০০৩২৬৯; মো. মজিবার রহমান, পলিসি নম্বর ৩৭০০০০৪১৪৬; মো. আমিরুল ইসলাম, পলিসি নম্বর ৩৭০০০০৩৫৯৬; মো. নাজিম হোসেন, পলিসি নম্বর ০৯৩৭০০৪৬১৭; নুরুন্নাহার শিরিন, পলিসি নম্বর ০৯৩৭০০৫০১২; মো. শরিফুল ইসলাম, পলিসি নম্বর ০৯৩৭০০৩৭৮৮; মো. আমানুর রহমান, পলিসি নম্বর ০৯৩৭০০৩৮৮৩;

মো. মোখলেছুর রহমান, পলিসি নম্বর ০৯৩৭০০৩৮৮২; মোছা. শিউলী খাতুন, পলিসি নম্বর ৩৭০০০০৪৪৫৮; মোছা. রাবেয়া খাতুন, পলিসি নম্বর ৩৭০০০০৪৪৭৯; মাহমুদ বিন আব্বাস, পলিসি নম্বর ০০৩০০৮৭৭৬; মোছা. শিরিন আক্তার, পলিসি নম্বর ০০৩০০৮৬৩৯; মো. আজিজুর রহমান, পলিসি নম্বর ০০৩০০৮৬৩১; মোছা. সেলিনা খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৫১৯৭ এবং মোছা. শিখা খাতুন, পলিসি নম্বর ৩৭০০০০০৩৪০।  

এর আগে গত ২৯ নভেম্বর পাঠানো উকিল নোটিশের গ্রাহকরা হলেন- মো. কামরুজ্জামান, পলিসি নম্বর ৩৭০০০০৪০৯৯; মোসাম্মাৎ মেহেরুন্নেছা, পলিসি নম্বর ৩৭০০০০৪২৬২; মো. রবিউল ইসলাম খান, পলিসি নম্বর ৩৭০০০০৪৩৯৭; মোসাম্মাৎ মলিদা খাতুন, পলিসি নম্বর ৩৭০০০০২৬০৪; মোছাম্মদ জামেনা খাতুন, পলিসি নম্বর ৩৭০০০০২৬০৩; মো. জাকির হোসেন, পলিসি নম্বর ৩৭০০০০২৫৬২;

মো. সুজন আলী, পলিসি নম্বর ০৯৩৭০০৩১১২; নার্গিস আক্তার, পলিসি নম্বর ৩৭০০০০৩৭৪৫; মোহাম্মদ সোহেল রানা খান, পলিসি নম্বর ৩৭০০০০২৬১৫; মোসাম্মাৎ ছায়রা খাতুন, পলিসি নম্বর ৩৭০০০০২৬৭১; মোছাম্মৎ মল্লিকা খাতুন, পলিসি নম্বর ৩৭০০০০৪২০৬; মোঃ রফিকুল ইসলাম, পলিসি নম্বর ৩৭০০০০৪২৬১; মোসাম্মাৎ রহিমা খাতুন, পলিসি নম্বর ৩৭০০০০৪২০৮; মোহাম্মদ আমজাদ আলী, পলিসি নম্বর ৩৭০০০০৪২০৭; আক্তারুজ্জামান, পলিসি নম্বর ৩৭০০০০৩৯৫০;

মোহাম্মদ আকসেদ আলী, পলিসি নম্বর ৩৭০০০০৩৮১৪; মোসাম্মাৎ চামেলি খাতুন, পলিসি নম্বর ৩৭০০০০৩২৯৫; মোঃ জাহাঙ্গীর আলম, পলিসি নম্বর ৩৭০০০০২৫৭৪; মোঃ এনামুল হক, পলিসি নম্বর ০৯৩৭০০৩১১৩; মোসাম্মৎ রাজিয়া খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৪৭৯২; মো. তোফাজ্জল হোসেন, পলিসি নম্বর ০৯৩৭০০২৭২৯; মোহাম্মদ টুটুল হোসেন, পলিসি নম্বর ০৯৩৭০০৪৭৯১; মোছা. কবুরা খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৪৭৯৪;

মোছাম্মাৎ আদরি খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৪৭৯৫; মোছা. মাবিয়া খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৫২৮২; মো. রবিউল ইসলাম, পলিসি নম্বর ০৯৩৭০০৬০৯৪; মো. আশরাফ শেখ, পলিসি নম্বর ০৯৩৭০০৩৩৯৪; মো. রফিকুল ইসলাম, পলিসি নম্বর ০৯৩৭০০৩৫২৭; মো. আরিফুজ্জামান, পলিসি নম্বর ০৯৩৭০০৩৩৩৪ এবং মোছা. রেশমা খাতুন, পলিসি নম্বর ০৯৩৭০০৩৮০৫।

উকিল নোটিশ পাঠানো কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল (জুয়েল) বলেন, বীমার মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘ দিনেও টাকা পরিশোধ করেনি এমন ৩০জন গ্রাহকের পক্ষে আমি ফারইস্ট ইসলামী লাইফকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। নির্ধারিত সময়ের পর তারা নোটিশের জবাব দিয়েছে।

জবাবে কোম্পানিটি বলেছে, যেসব গ্রাহকের পলিসির মেয়াদ শেষ হয়েছে তাদের বিষয়টি জানা আছে। পর্যায়ক্রমে তাদের টাকা পরিশোধ করবে বলে জানিয়েছে। কিন্তু এ ধরণের জবাবে সন্তুষ্ট নয় আমার মোয়াক্কেলরা। তবে কোম্পানিটি একজন লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে কথা হয়েছে তিনি সপ্তাহ খানিক সময় চেয়েছেন।

এই সময়ের মধ্যেও যদি ফারইস্ট ইসলামী লাইফ গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ না করে তাহলে ভুক্তভোগী এসব গ্রাহক প্রয়োজনে মামলা করবে। আদালতের মাধ্যমেই গ্রাহকদের পাওনা টাকা আদায় করা হবে বলে জানান আইনজীবী মোস্তফা কামাল।

কুষ্টিয়া জজ কোর্টের আরেক আইনজীবী মো. রাশেদুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফকে উকিল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মেয়াদ শেষ হওয়ার দীর্ঘ দিন পরেও টাকা পরিশোধ না করায় বীমা কোম্পানিটির ৪২ জন গ্রাহকের পক্ষে তিনি এই নোটিশ পাঠিয়েছেন বলে উল্লেখ করেছেন।

এদিকে বীমার টাকা আদায়ে গ্রাহকদের পাঠানো উকিল নোটিশের বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হয় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্লাহ’র সঙ্গে। তবে তিনি কল রিসিভ করেননি।