ডেল্টা লাইফে সাবেক চেয়ারম্যানসহ ৪ পরামর্শক নিয়োগ
নিজস্ব প্রতিবদেক: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অনিয়মের নিরীক্ষা ও রাজস্ব বকেয়া পরিশোধ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে চার ব্যক্তির সমন্বয়ে অবৈতনিক 'পরামর্শক কমিটি' গঠন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ২৪ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
পরামর্শক কমিটির সদস্যরা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, সাবেক মহাপুলিশ পরিদর্শক শহীদুল হক, লে. জেনারেল (অব.) আবুল হোসেন এবং ডেল্টা লাইফের সাবেক উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
এছাড়া বর্তমানে নিয়োজিত নিরীক্ষা ফার্ম এর পাশাপাশি অ্যাকনাবিন চাটার্ড অ্যাকাউন্টান্সকে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিরীক্ষা ফার্মটি ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ডেল্টা লাইফের সার্বিক কার্যক্রম নিরীক্ষা করবে বলে প্রজ্ঞাপন জারি করেছে আইডিআরএ ।