বীমা কোম্পানিগুলোর পলিসি সংক্রান্ত তথ্য চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির পলিসি সংক্রান্ত তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আজ সোমবার এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

চিঠিতে অনুসারে, বীমা ব্যবসার দক্ষতা মূল্যায়ন এবং বিশ্ব ব্যাংক প্রকল্পের চাহিদা অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে এসব তথ্য চেয়েছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এসব তথ্য পাঠাতে হবে। 

চিঠিতে আরো বলা হয়েছে, সংযুক্ত ছকের ৩৬ নং আইটেম (লাইফ বীমাকারীর জন্য) এবং ৮ নং আইটেমের (নন-লাইফ বীমাকারীর জন্য) তথ্য সফট কপি ও পিডিএফ আকারে নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

কর্তৃপক্ষের পরিচালক (গবেষণা) মো. শাহ আলম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রেরণ না করা হলে বীমা আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।