তথ্য না দেয়ায় ১১ লাইফ বীমা কোম্পানিকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: তিন দফা চিঠি দেয়ার পরও নিয়ন্ত্রক সংস্থাকে তথ্য দেয়নি লাইফ বীমা খাতের ১১ কোম্পানি। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দেয়ায় কোম্পানিগুলো বীমা আইনের ৪৯ ধারার বিধান লঙ্ঘন করেছে। এ অবস্থায় কোম্পানিগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তার কারণ জানতে চেয়ে আজ রোববার (১৮ জুলাই) নোটিশ পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। আগামী এক কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত কোম্পানিগুলো হলো- আলফা লাইফ, ডায়মন্ড লাইফ, যমুনা লাইফ, এনআরবি গ্লোবাল লাইফ, প্রগতি লাইফ, প্রাইম ইসলামী লাইফ, প্রোগ্রেসিভ লাইফ, প্রোটেক্টিভ ইসলামী লাইফ, সানলাইফ, সানফ্লাওয়ার লাইফ এবং স্বদেশ লাইফ। এ ছাড়াও আস্থা লাইফ, ডেল্টা লাইফ, গোল্ডেন লাইফ, ন্যাশনাল লাইফ এবং পপুলার লাইফ দু’ধরণের মধ্যে একটির তথ্য পাঠায়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বীমা ব্যবসার দক্ষতা মূল্যায়ন এবং বিশ্ব ব্যাংক প্রকল্পের চাহিদা অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে তথ্য প্রয়োজন। সে প্রেক্ষিতে গত ৩০ জুন পৃথক দু’টি স্মারকে এবং ১২ জুলাই আরেকটি স্মারকে লাইফ বীমা কোম্পানিগুলোর দু’ধরনের তথ্য চেয়ে চিঠি পাঠায় নিয়ন্ত্রক সংস্থা। তবে নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখিত লাইফ বীমা কোম্পানিগুলো তথ্য প্রেরণ করেনি।

এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রেরণ না করায় বীমা আইনের ৪৯ ধারার বিধান মোতাবেক উল্লেখিত বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ আগামী এক কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষ বরাবর নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। কারণ দর্শানোর ওই নোটিশে স্বাক্ষর করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র পরিচালক (গবেষণা) মো. শাহ আলম।