৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করল গ্রীন ডেল্টা

নিজস্ব প্রতিবেদক: বীমা দাবি বাবদ ৫ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৭৪৭ টাকা পরিশোধ করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

২০২০ সালের ২৭ জুন শ্রমিকদের দাঙ্গা ও ধর্মঘটে এভারগ্রীন ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের কারখানা ক্ষতিগ্রস্ত হয়।সম্পদের ক্ষতির যথাযথ মূল্যায়ন এবং গ্রাহকের সম্পত্তির ক্ষতির পর্যালোচনা করে বীমা দাবি পরিশোধের এই সিদ্ধান্ত নেয় গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

বীমা দাবি নিষ্পত্তি অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের হেড অব ব্রাঞ্চেস এন্ড ডিস্ট্রিবিউশন কবির আহমেদ চৌধুরী এবং ফাইনান্সিয়াল কন্ট্রোলার সৈয়দ অলিউল আহবাব উপরোক্ত বীমা দাবির চেক গ্রাহক প্রতিষ্ঠান এভারগ্রীন ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের এক্সিকিউটিভ ডাইরেক্টর দেওয়ান জাকির হোসেনের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের হেড অব ডিজিটাল বিজনেস এন্ড ব্রান্ড কমিউনিকেশন মো. মনিরুজ্জামান খান এবং এভারগ্রীন ফ্যাক্টরি (বিডি)’র ফাইনান্সিয়াল কন্ট্রোলার মো. হাবিবুল হাসান। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও দাবি নিষ্পত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।