প্রাইম ইসলামী লাইফ কর্মকর্তা মশিউর রহমানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. মশিউর রহমান মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার (১৩ আগস্ট) মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা আপল মাহমুদ তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
আপল মাহমুদ জানান, প্রাইম ইসলামী লাইফের ঢাকা জোন-১৩ এর আওতাধীন ফরিদাবাদ সাংগঠনিক অফিসে কর্মরত ছিলেন মশিউর রহমান। হঠাৎ শরীরে জ্বর অনুভব করায় গতকাল রাতে বরিশালে নিজের বাড়িতে যাচ্ছিলেন। যাত্রাপথে লঞ্চেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।
মশিউর রহমানের মৃত্যু করোনা ভাইরাসে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী আপল মাহমুদ। তিনি বলেন, জ্বরের পরিস্থিতি খারাপ হওয়ায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী কয়েকটি টেস্ট করিয়েছিলেন। তবে করোনা ভাইরাস টেস্ট করা হয়নি বলে জানতে পেরেছেন।
আপল মাহমুদ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা মশিউর রহমানের মৃত্যুতে আমরা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিবার গভীর শোক প্রকাশ করছি। একইসঙ্গে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকাবহ পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি।