লাইফ বীমা কোম্পানিগুলোকে বিআইএ’র হুশিয়ারি
নিজস্ব প্রতিবেদক: দেশের সকল লাইফ বীমা কোম্পানিকে হুশিয়ার করেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সকল নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনে এই হুশিয়ারি উচ্চারণ করেছে সংগঠনটি। এ সংক্রান্ত একটি চিঠি গত রোববার (২৬ সেপ্টেম্বর) কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীদের পাঠানো হয়েছে।
বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বীমা খাতের সমস্যাবলী দূরীকরণ এবং শৃঙ্খলা আনয়নে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়নসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে। এ সকল নীতিমালা প্রণয়ন এবং পদক্ষেপ বাস্তবায়নে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।
আইডিআরএ থেকে ২৫ মার্চ, ২০২১ তারিখে সার্কুলার নং জিএডি-৬/২০২১ জারি করে ম্যানেজমেন্ট গ্রেড এবং নন-ম্যানেজমেন্ট গ্রেডে সর্বমোট ২০টি পদবী নির্ধারণ করে দেয়া হয়েছে। ওই সার্কুলারে কমিশন ভিত্তিতে জনবল নিয়োগের ক্ষেত্রে বীমা আইন ২০১০ এর ৫৮ ধারা যথাযথভাবে অনুসরণ করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
লাইফ বীমাকারীর অর্জিত প্রিমিয়ামের ওপর প্রদেয় কমিশন পরিশোধ এবং তামাদি পলিসি নিয়ন্ত্রণ বিষয়ে আইডিআরএ থেকে সার্কুলার নং লাইফ-০৮/২০২০ জারি করা হয়েছে। সর্বশেষে আইডিআরএ থেকে ১৭ জুন ২০২১ তারিখে সার্কুলার নং লইফ ০৯/২০২১ জারি করেছে। উক্ত সার্কুলারে মাঠপর্যায়ে সুপারভাইজারি লেভেলের সংখ্যা, পদবীর নাম ও খরচের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে যা ১ সেপ্টেম্বর, ২০২১ থেকে কার্যকর করা হয়েছে।
বিআইএ বলছে, সার্কুলারটি যথাযথভবে অনুসরণ করলে লাইফ বীমা কোম্পানিগুলোর মাঠপর্যায়ের বিশৃংখলা দূরীভূত হবে, ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ করা যাবে এবং লাইফ বীমা কোম্পানিগুলোর আর্থিক ভিত্তি সুদৃঢ় হবে। সর্বোপরি পলিসিহোল্ডারদের সঞ্চিত অর্থের নিরাপত্তা বিধান করা সন্তব হবে
এ অবস্থায় উপরোক্ত সার্কুলারসমূহের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। যে সকল লাইফ বীমা কোম্পানি সার্কুলারের নির্দেশনা প্রতিপালন করবে না, বিআইএ ওই সকল কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইডিআরএ’র নিকট সুপারিশ করতে বাধ্য হবে।
এ ছাড়াও কোন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী চাকরিরত অবস্থায় অন্য কোন কোম্পানিতে যোগদান করলে প্রাক্তন কোম্পানি থেকে অবাহতিপত্র নিয়ে যোগান করার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে ইতোপূর্বে সার্কুলার জারি করা হয়েছে। উক্ত সার্কুলারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।